৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১২:৩৪ এএম

এ সম্পর্কিত আরও খবর

প্রতিমা বিসর্জনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১২:৩৪ এএম

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে ঘিরে রাজধানীতে বাড়তি পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানীর একটি পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

প্রতিটি বিসর্জনস্থলে আগেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় থাকবে। তিনি আরও বলেন, নগরবাসীর প্রতি অনুরোধ যারা সাঁতার জানেন না তারা যেন নৌকায় না উঠেন। যারা সাঁতার জানেন, তারাও যেন লাইফ জ্যাকেট পরে ওঠেন। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

ডিএমপি কমিশনার জানান, এ বছর ঢাকায় ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ নবমী, কাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তিনি বলেন, “আমরা প্রায় এক মাস আগে থেকেই নিরাপত্তা পরিকল্পনা শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি একাধিক বৈঠক করেছে যাতে পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।”

সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দেশে শত শত বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এই সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x