এখন থেকে আর কাউকেই প্রতীকী মূল্যে জমি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।
চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল লিজ দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রতীকী মূল্যে আর কাউকেই জমি বরাদ্দ দেবে না সরকার। এখন থেকে জমি কিনে নিতে হবে। তবে চট্টগ্রামের জলিল মিলের জায়গাটি সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যাপারে বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার সার ও এলএনজি কিনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায়। স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গেছেন। দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে বলে আশা করি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবনায় কী রয়েছে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কিছু বলবেন না বলে জানান।