প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবেন—এমন প্রস্তাবের সঙ্গে ৮৯ শতাংশ মানুষ একমত হয়েছেন বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মঙ্গলবার এক আলোচনা সভায় সংস্থাটি এই জরিপের তথ্য প্রকাশ করে।
সুজনের জরিপে আরও উঠে এসেছে, ৯০ শতাংশ মানুষ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান এবং ৮৭ শতাংশ মানুষ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন।
আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাশুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিণত হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে কমিশন বারবার আলোচনা তুললেও রাজনৈতিক দলগুলো তা প্রত্যাখ্যান করেছে।