৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:০১ এএম

এ সম্পর্কিত আরও খবর

প্রস্তুত হ রাজাকার, তোদের দিন শেষ: এনসিপি নেতার বাসায় হুমকি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:০১ এএম

রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতার বাড়িতে হুমকিমূলক চিরকুট ও কাফনের কাপড় রেখে গেছে অজ্ঞাতরা। চিরকুটে লেখা, প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুমকির শিকার এনসিপির নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি উপজেলার ধুরইল গ্রামে।

মিলুর অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার বাইরে থেকে অপরিচিত কণ্ঠে বলা হয়, বাইরে বের হয়ে দেখ। তখন বাইরে গিয়ে দেখেন, টিনের আঁড়ায় আগুন জ্বলছে এবং পেট্রলের গন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি জানান, প্রতিবেশী ও নৈশপ্রহরীর সহায়তায় আগুন নেভানো হয়। এরপর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে নিয়ে যায়। মিলুর ভাষায়, বৃষ্টির কারণে ঘর ভেজা থাকায় আগুন ছড়াতে পারেনি। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা করেছে বুঝতে কষ্ট হচ্ছে না।

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, এটি দুঃখজনক ও লজ্জার ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। প্রশাসনের ব্যর্থতায় তারা সাহস পাচ্ছে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x