ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দারুণ শুরু করেছিল পাকিস্তান। রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল। দারুণ মোমেন্টাম পাওয়া পাকিস্তান দুইশ’ ছোঁয়া রানের আশা দিচ্ছিল। কিন্তু মিডল ওভারে উইকেট হারিয়ে ও স্লগে প্রত্যাশা মিটিয়ে রান করতে পারেননি পাকিস্তান। হুসেইন তালাত, সালমান আগারা ব্যর্থ হন। যে কারণে ৫ উইকেটে ১৭১ রানে আটকে গেছে পাকিস্তান।
পাকিস্তান ওপেনিং জুটিতে ২১ রান যোগ করে। ৯ বলে ১৫ রানের ইনিংস খেলে ফিরে যান ওপেনিংয়ে নামা ফখর জামান। তার দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে দ্বিতীয় উইকেট জুটিকে ওপেনার শাহিবজাদা ফারহান ও তিনে নামা সাইম আইয়ূব ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব ফিরে যান ১৭ বলে ২১ রান করে।
এরপরই মোমেন্টাম হারায় পাকিস্তান। নিয়মিত ব্যাটার হাসান নওয়াজের জায়গায় একাদশে ঢুকে হুসেইন তালাত ১১ বলে ১০ রান করে ফিরে যান। ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। দলের রান তখন ১৪.১ ওভারে ১১৫। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা তোলেন।
মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ রান করেন। অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করায় রান কিছুটা বাড়ে। ভারতের হয়ে দারুণ বোলিং করেছেন পেস অলরাউন্ডার শিভাম দুবে। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৫ রান দেন। জাসপ্রিত বুমরাহ ছিলেন খরুচে। তিনি ৪ ওভারে ৪৫ রান হজম করেন।