২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ৩ জুন ২০২৫, ৭:০৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল

প্রকাশ : ৩ জুন ২০২৫, ৭:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মাহিন এম রহমান, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

তবে আপাতত নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বেই কার্যক্রম চলবে বলেও জানিয়েছে আদালত। গত ৩০ মে ফারুক আহমেদ বিসিবির সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন। তবে ২ জুন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

গত ২৯ মে বিপিএল সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিসিবির নয়জন পরিচালকের মধ্যে আটজনের অনাস্থার ভিত্তিতে এনএসসি ফারুক আহমেদের বোর্ড পরিচালক পদ বাতিল করে। এর ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদও হারান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x