২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ফিলিস্তিনকে স্বীকৃতি ইস্যুতে যা বললেন ট্রাম্প ও স্টারমার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে একমত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার বিষয়ে ভিন্নমত জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘এ (ফিলিস্তিনকে স্বীকৃতি) বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দ্বিমত আছে… আমাদের অল্প কয়েকটি মতভেদের মধ্যে এটি একটি। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট।

হামাসের হাতে জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প জানান, ধাপে ধাপে নয়, বরং সবাইকে একসঙ্গে মুক্তি দিতে হবে। তিনি বলেন, ‘একজন নয়, দুজন নয় কিংবা ‘আগামী কাল তিনজন দেব’—এভাবে নয়। আমাদের এখনই সব জিম্মিকে ফেরত আনতে হবে। এটাই ইসরাইলের জনগণ চান। আমরা চাই যুদ্ধ থেমে যাক, আর সেটাই হবে। ট্রাম্প আরও বলেন, ‘আমরা প্রায় সব ধরনের দ্বন্দ্ব মীমাংসা করেছি। ইসরাইল ও গাজা নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি। এটি জটিল একটি পরিস্থিতি, তবে সমাধান হবে… যদিও যুদ্ধের ক্ষেত্রে নিশ্চিতভাবে কিছু বলা যায় না।’

এসময় এক প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত কেবল প্রতীকী পদক্ষেপ নয়। তিনি বলেন, এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে এবং উভয়েই শান্তি প্রতিষ্ঠা ও রোডম্যাপ প্রণয়নের ব্যাপারে একমত। স্টারমার বলেন, গাজায় চলমান যুদ্ধ অসহনীয় পর্যায়ে চলে গেছে। জিম্মিদের মুক্তি দিতে হবে এবং অবিলম্বে সেখানে মানবিক সহায়তা পৌঁছানো জরুরি।

আমরা এমন এক পরিকল্পনায় কাজ করছি, যা আমাদের বর্তমান ভয়াবহ অবস্থা থেকে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরাইল এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের পথে নিয়ে যাবে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি ডোনাল্ড ট্রাম্প ত্যাগ করার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছেন এবং এটি কি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে না?

জবাবে স্টারমার বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন, যারা ভবিষ্যতে ফিলিস্তিন শাসন ব্যবস্থার অংশ হতে পারবে না। এ সময় ট্রাম্প তার কাঁধে হাত রেখে মন্তব্য করেন, ভালো কথা। স্টারমার আরও বলেন, হামাস দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান, শান্তি কিংবা গাজায় যুদ্ধবিরতি কোনোটাই চায় না। তিনি স্পষ্ট করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সময়সূচি ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x