ফেনীতে জুলাইয়ের মায়েরা অনুষ্ঠানে শহীদ জননীরা স্মৃতিচারণকালে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের কান্না দেখে সভাস্থলে এক বেদনা বিধুর অবস্থার সৃষ্টি হয়। এসময় অতিথি, শহীদ পরিবার ও সুধিজনদের চোখ বেয়ে পানি পড়তে দেখা গেছে। ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দুপুরের দিকে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে শহীদ স্মৃতিচারণ করেন শহীদ জননী ইশতিয়াক আহমেদ শ্রাবনের মা ফাতেমা আক্তার, সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম, ওয়াকিল আহমেদ সিহাবের মা মাহফুজা আক্তার, ছাইদুল ইসলামের মা রাহেনা বেগম, জাকির হোসেন সাকিবের মা কোহিনুর আক্তার।
বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করীম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরীন আক্তার। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। শেষে ফেনীতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।