টানা ভারি বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। বন্যায় উদ্ধার ও ত্রাণকার্যক্রমে নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে সেনাবাহিনী।
সেনাবাহিনী ফেনী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ফেনীর ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুতি কার্যক্রম গ্রহণ শুরু হয়েছে।

ইতিমধ্যে পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্পসমূহে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে। যা উদ্ধার ও ত্রাণকার্যক্রমে ব্যবহার করা হবে। এছাড়াও জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সাথে সমন্বয়সভা করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী আরো জানায়, ৮ জুলাই ফেনী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যেখানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোচনা হয়। সেনাবাহিনী সব সময় জাতির দুর্যোগকালীন মুহূর্তে জনগণের পাশে রয়েছে।
প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী বন্যা মনিটরিং সেল হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, সোমবার থেকে ভারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে ফুলগাজী ও পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ইতিমধ্যে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। দুর্গত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফেনী থেকে ফুলগাজী-পরশুরাম ও ফেনী-ছাগলনাইয়া সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে।