১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৯:৩২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ফেনীতে মাদকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ালো আমজনতা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৯:৩২ পিএম

মাদক কারবারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাস্তায় দাঁড়ালো এলাকাবাসী। এদের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত সোমবার স্থানীয় নাঈম উদ্দিন নামে এক যুবককে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে স্থানীয় মাদক কারবারী কাজী বাড়ির আবুল কালাম ওরফে গরু কালাম। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। আজ বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলার বিরলী-রতনপুরের সর্বস্তরের জনগণ ও যুব সমাজের উদ্যোগে বিরলী বাজারে মাদক বিরোধী মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। যারা মাদকের সাথে জড়িত তাদের আমরা মনে-প্রাণে ঘৃণা করি। মাদকের ভয়াল থাবা যুব সমাজকে ধ্বংস করছে। তাই মাদক কারবারী ও সেবনকারী দেশ ও জাতির শত্রু। এদের যেসব রাজনৈতিক নেতা প্রশ্রয় দিবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। আগামী নির্বাচন গুলোতে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ চিহ্নিত এসব মাদক কারবারীদের আপনারা যদি পাকড়াও না করেন তাহলে এলাকাবাসী কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে।

পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আশরাফ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, হাসানপুর শাহ আলম চৌধুরী কলেজের প্রভাষক ও সদর উপজেলা সুজনের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন সোহেল, জেলা যুবদলের সদস্য শামীম আনসারী, মওদুদ আহমেদ রনি, শিক্ষক গোলাম সারোয়ার সেলিম।

রাজাপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুর আলম সুফল, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি দিদার হোসেন, ইউনিয়ন যুবনেতা আজিম উদ্দিন সোহাগ প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার তিন শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার বলেন, এই এলাকায় মাদকের তিনটি স্পট রয়েছে। স্পটগুলো হলো- বিরালী বাজার, রতনপুর স্কুলের পাশে কালুর দোকান, রতনপুর পূর্ব চন্দ্রমনি দিঘীর পাড়। স্পর্টগুলো সম্পর্কে পুলিশকে বার বার জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। দ্রুত এসব মাদক কারবারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x