ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণঅভ্যত্থানের একটি বছর পার হয়ে গেলেও এখনো শহীদ পরিবারগুলো পায়নি ন্যায্য বিচার, অনেক আহত এখনো পায়নি চিকিৎসা। দেশ থেকে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠার পাঁয়তারা করা হচ্ছে।
৪ আগস্ট সোমবার বিকালে ফেনী শহরের মহিপাল উড়াল সড়কের নিচে গণহত্যা দিবসের স্মরনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতী হান্নান। বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, জয়েন্ট সেক্রেটারী মু. ইলিয়াস, জেলা শিবির সভাপতি আবু হানিফ, শহর শিবির সভাপতি ওমর ফারুক প্রমূখ।
বক্তারা বলেন, সেদিন মহিপালে হয়েছিল নারকীয় হত্যাকান্ড। নিরীহ ছাত্র-জনতা শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন করছিলো। খুনি আওয়ামীলীগের সন্ত্রাসীরা হঠাৎ অতর্কিত হামলা করে কেড়ে নেয় নিরীহ ৭টি তাজা প্রাণ। সেই নারকীয় হত্যাকান্ডের বছর পার হলেও বিচার এখনও শুরু না হওয়া জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জা ও হতাশার। জামায়াত নেতারা অনতিবিলম্ব এসব হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চান সরকারের কাছে।