৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ৮:৪৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

‘ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি’

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ৮:৪৭ পিএম
ছবি: এনসিপির ফেসবুক পেজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগিরই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে।

তিনি বলেন, ছাত্র–জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে।

আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর ইসলাম।

পরে সেখান থেকে তারা বিহারী ক্যাম্প পরিদর্শনে যান এবং পরে সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে গণসংযোগে অংশ নেন।

এরপর নীলফামারী জেলা শহরের চৌরঙ্গীতে এক পথসভায় কথা বলেন তিনি। পথসভায় নাহিদ ইসলাম বলেন, সারা দেশে পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার জন্য যারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, তারা এই গণ-অভ্যুত্থানকে রুখে দিতে চায়। কিন্তু মানুষ আবারো রাজপথে নামবে। আর এবার যদি মানুষ রাজপথে নামে, তাহলে কাউকেই ক্ষমা করা হবে না।

তিরি আরো বলেন, আমরা যখন সারাদেশে পদযাত্রা করছি, তখন মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখছি, তা অভাবনীয়। এই কর্মসূচি ব্যাহত করার জন্য, ভয় দেখানোর জন্যই এ ধরনের হামলা চালানো হচ্ছে।

নতুন বাংলাদেশ গড়তে আগে সংস্কার, পরে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ মানে শুধু সরকার পরিবর্তন নয়। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু তার আগে এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।

তিনি আরো বলেন, যেসব প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদ জন্ম নেয়, সেসব প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনিক সংস্কার দরকার, সংবিধানেরও পরিবর্তন প্রয়োজন। বর্তমানে দেশে যা সংবিধান নামে প্রচলিত, সেটি আসলে ‘আওয়ামী বিধান’, প্রকৃত সংবিধান নয়।

এর আগে জুলাই পদযাত্রা সৈয়দপুরে পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x