২৫ আগস্ট ২০২৫ সোমবার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৪:২৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বক্তব্যে ভুল ধরিয়ে দিতে পারলে হাত জোড় করে ক্ষমা চাইব: ফজলুর

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৪:২৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করে রীতিমত তোপের মুখে পড়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। দল থেকে শোকজও করা হয়েছে তাকে। যার জবাব দেবেন বলেও জানিয়েছেন তিনি। এসব নিয়ে সোমবার (২৫ আগস্ট) গণমাধ্যমের সামনে মুখ খুললেন তিনি। দাবি করলেন, পুরো বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সবার সামনে। সেই সঙ্গে, যদি তার বক্তব্যে কেউ ভুল ধরিয়ে দিতে পারেন, তাহলে হাত জোড় করে ক্ষমা চাইবেন বলেও জানিয়েছেন।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কোনো ভাইরাল হয় নাই। এটা ইউটিউবে অনেক কিছু করা যায় (কারসাজি)। আমার সমস্ত বক্তব্যটা আপনারা তাদেরকে দিতে বলেন, এই দুই লাইন দিয়ে, ছবির নিচে হেডিং দিয়ে ওই ‘ফজলুর রহমান বলেছে ইউনূসকে দেশ ছেড়ে চলে যেতে,’ এইসব তো এই দেশে হইতেছে। আমার টোটাল বক্তব্যটা লাগবে, কোথায় কখন বলেছি, সেটা লাগবে’।

এ সময় তিনি দাবি করে বলেন, যদি তার বক্তব্যে ভুল ধরিয়ে দিতে পারেন কেউ, তাহলে হাত জোড় করে ক্ষমাও চাইব। তার কথায়, ‘আমার বক্তব্যটা সামনে এনে কেউ যদি আমাকে বুঝাইতে পারে যে এটা আপনি ভুল বলেছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাফ চাইব। কিন্তু পুরো বক্তব্যটা বাজাতে হবে, আমি কী বলেছি সেটা দেখাতে হবে, এই ইউটিউবের একটা লাইন দিয়ে হবে না’। সম্প্রতি একটি টকশোতে ফজলুর জানান, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ‘ষড়যন্ত্র’ করে আসছে জামায়াত।

এ প্রসঙ্গে ৫ আগস্ট নিয়ে তিনি বলেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির, যাকে সারজিস আলমরা, যারা এইটার অভিনয় করছে, ৫ আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলব। সেই আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম- আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে’।

এসব কথা বলার পর থেকেই তোপের মুখে পড়ে গেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। দলটির পক্ষ থেকে তাকে শোকজ নোটিসও পাঠানো হয়। যদিও সে প্রসঙ্গে বলেছেন, তিনি যথাসময়ে দলকে এর উত্তরটা দেবেন।

এদিকে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সেখানেই নামাজ পড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের।

এর আগে সকাল থেকে ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই রাজবন্দী’-সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x