বগুড়ায় অপহরণের শিকার তিন শিক্ষার্থীকে সফল অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (০৩ জুলাই) গভীর রাতে শহরের মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণে জড়িত কিশোর গ্যাংয়ের চার সদস্যকেও আটক করা হয়। আটককৃতরা হলেন—আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)। তারা দীর্ঘদিন ধরে বগুড়ায় কিশোর অপরাধচক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ শুক্রবার (০৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মালতিনগর এলাকায় অভিযান চালায়। অপহরণকারীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা হতচকিত হয়ে পড়ে। কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়। অভিযান শেষে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করে। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বেশ কয়েকটি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।
ক্যাপ্টেন সাজ্জাদ আরো জানান, আটককৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত আলামতও থানার কাছে জমা দেওয়া হয়েছে।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপহরণের মতো ভয়াবহ অপরাধে কিশোরদের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়রা।