বগুড়ার গৃহবধূ ববি খাতুন হত্যার ঘটনায় প্রায় দেড় মাস পলাতক থাকার পর অবশেষে রাজধানীর সাভার থেকে নিহতের স্বামী ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
র্যাব-১২ এবং র্যাব-৪-এর সমন্বয়ে পরিচালিত অভিযানে মঙ্গলবার (০৯ জুলাই) রাতে ঢাকার আশুলিয়ার বসুন্ধরা টেক এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো—বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা মো. রোহান (২৬) এবং একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে মোসা. বেলি বেগম (২৪)।
র্যাব জানায়, গত ২৫ মে রাতে যৌতুকের জন্য গৃহবধূ ববিকে মারধরের পর ছুরি দিয়ে পেটে আঘাত করেন স্বামী রোহান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ববি জহুরুলনগরের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন।
ঘটনার পরদিন নিহতের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রোহান ও বেলি আত্মগোপনে চলে যান। পলাতক থাকা অবস্থায় র্যাব গোপন সূত্রে খবর পেয়ে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। পরে তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মামলাটি তদন্তাধীন এবং হত্যাকাণ্ডের নেপথ্যের বিস্তারিত কারণ উদঘাটনে কাজ চলছে।