বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. সাইদুর রহমান।
আজ শনিবার (০৫ জুলাই) সকাল ১০টায় এ প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব ডা. সরোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান, বগুড়ার সিভিল সার্জন ডা. এ কে এম মোখাখারুল ইসলাম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
পরিদর্শনকালে তারা হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা, রোগীর চাপ, জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যা ঘুরে দেখেন এবং স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন দল হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে কিছু নির্দেশনা প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যসচিব হাসপাতালের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং জনগণের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।