বগুড়া শহরে ধারালো অস্ত্র বহন ও বিক্রির বিরুদ্ধে জেলা পুলিশের গৃহীত বিশেষ অভিযানে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেট ও দোকানে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেয় জেলা গোয়েন্দা (ডিবি) শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, দোকানগুলোর গোপন তথ্য ও পূর্ব প্রস্তুতির ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চায়নিজ চাকুগুলো ফোল্ডিং ধরনের, যা সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
অভিযানের সময় দোকানদারদের আইন অনুযায়ী এধরনের ধারালো অস্ত্র বিক্রি ও মজুত না করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ সকল দোকানিদের সতর্ক করে দেয় যে, এধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সাধারণ জনগণকে ফোল্ডিং চাকুর অপব্যবহার ও তা থেকে উদ্ভূত সম্ভাব্য বিপদের বিষয়ে সচেতন করা হয়।
আজ রবিবার (২৭ জুলাই) সকালে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে ধারালো অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অবৈধ অস্ত্র বা সরঞ্জাম উদ্ধারে আমরা কঠোর অবস্থানে রয়েছি।