বন্ধুদের সঙ্গে ফেনী থেকে কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না সাইফুল ইসলাম সজীব (২৩) এর। শখের বাইক কেড়ে নিল কলেজ শিক্ষার্থীর প্রাণ।
গতকাল (০১ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিপুর রাস্তার মাথায় এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সজীব কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে। তিনি কুমিল্লার ঢালুয়া হোমনাবাদ আদর্শ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফেনীতে আসেন সজীব। রাতে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের চাকা পিছলে সজীব রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন আবুল কাশেম বলেন, শপিংয়ের জন্য নাঙ্গলকোট থেকে সাত বন্ধু তিনটি মোটরসাইকেলে ফেনীতে আসেন। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।