সম্প্রতি বন্যায় ফেনীর পরশুরামের কহুয়া নদীর ভাঙনে দক্ষিণ বেডাবাড়িয়া সড়কটির প্রায় ৭০ ফুট ভেঙে যায়। বন্ধ হয়ে যায় দক্ষিণ বেড়াবাড়িয়া, গুথুমাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত। চলাচলে চরম ভোগান্তিতে পড়ে এসব এলাকার হাজারো মানুষ। এ অবস্থায় পাশে দাঁড়াল জামায়াত ইসলামী।
পরশুরাম পৌর জামায়াতের অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে এখানে সাঁকো নির্মাণ করা হয়। আজ বু:ধবার (১৬ জুলাই) দুপুরে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ সাঁকোটি উদ্বোধন করেন।
বেড়াবাড়িয়া এলাকার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, পানির প্রবল স্রোতে সাঁকো ভেসে যাওয়ায় গত কয়েক দিন এলাকার মানুষের দুর্ভোগের শেষ ছিল না। দুর্ভোগের দৃশ্য অবলোকন করে সাঁকো নির্মাণ করে দেওয়ায় জামায়াতের নিকট আমরা এলাকাবাসী কৃতজ্ঞ।
ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের মানুষ। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এখানকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা সাঁকোটি ভেঙে গেছে। জামায়াতের উদ্যোগে সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। এতে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কাটবে। যেকোনো দুর্যোগে আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশা আল্লাহ।
এদিকে ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মাঝে জামায়াতের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ৮ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ফুলগাজী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বন্যার্তদের মাঝে বাংলাদেশ খাদ্য জুড়ি প্রকল্পের উদ্যোগে এসব সামগ্রী দেওয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতে আমির জামাল উদ্দিন চৌধুরী, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, মুন্সীরহাট ইউনিয়নের আমির সালেহ আহম্মদ, ফুলগাজী সদর ইউনিয়ন আমির আবুল কালাম শামিম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার পাঁচশ বন্যার্ত মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়।
অপরদিকে ছাগলনাইয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ছাগলনাইয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার, অর্থ ও কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির মাওলানা মুফতি মির্জা আবদুল হান্নান।
শেষে জামায়াত নেতৃবৃন্দ ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সঙ্গে সাক্ষাৎ করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র তুলে ধরেন। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের পাশাপাশি অসহায় মানুষের ঘরবাড়ি মেরামতের জোর দাবি জানান। ইউএনও সুবল চাকমা এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে, গত মঙ্গলবার (০৮ জুলাই) ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থান ভেঙে ফেনীর ৫টি উপজেলায় সৃষ্ট বন্যায় প্লাবিত হয় ১৩৭টি গ্রাম।