বর্ষায় ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। এসময় আর্দ্রতা বেশি থাকে, অস্বস্তি হতে থাকে। ত্বক অত্যধিক শুষ্ক হয়ে পড়ে। সেই সঙ্গে সংক্রমণের ভয় তো আছেই। তাই ত্বকের যত্ন নিতে হবে বুঝেশুনে। সেক্ষেত্রে বর্ষার রূপচর্চায় রাখতে পারেন নিমপাতা। তাতে যে উপকার হবে…
ত্বকের উজ্জ্বলতা বাড়ে
বর্ষায় ত্বক নিস্তেজ হয়ে পড়ে। কমতে থাকে উজ্জ্বলতা। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। তবে প্রাকৃতিক উপায়ে রূপচর্চা করতে হলে নিমপাতা ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে।
মসৃণতা বাড়ে
ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন নিমপাতা। কারণ নিমপাতায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বক ভেতর থেকে কোমল এবং মসৃণ করে তোলে। বলিরেখা, মেচেতার সমস্যাও দূরে চলে যায় নিমপাতা দিয়ে রূপচর্চা করলে।
এক্সফোলিয়েন্ট হিসাবে
ত্বক ভালো রাখতে নিয়মিত এক্সফোলিয়েশন জরুরি। কিন্তু সহজে ত্বকের মৃত কোষ দূরে যেতে চায় না। নিমপাতা দারুণ এক্সফোলিয়েটর। ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা মৃত কোষ নিমপাতার গুণে দূরে চলে যায়। ত্বক ভেতর থেকে পরিষ্কার দেখায়। মসৃণ হয় ত্বক।