৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ এএম

এ সম্পর্কিত আরও খবর

‘বলিউডের খ্যাতি আর গ্ল্যামারের পেছনে লুকিয়ে আছে একাকিত্ব’

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ এএম
প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডই এখন তার আসল ঠিকানা। নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলসে সুখের সংসারের পাশাপাশি হলিউডেও পায়ের মাটি শক্ত করেছেন প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কার মন থাকে ভারতেই। যদিও তার দিন কাটে আমেরিকায়।

আজ প্রিয়াঙ্কা চোপড়া একজন আন্তর্জাতিক তারকা এবং বিশ্বব্যাপী আইকন হয়ে উঠেছেন। তার এই সফর অবশ্য সহজ ছিল না। ২০০৫ সালে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার জীবনের একটি আবেগঘন সময়ের কথা শেয়ার করেন, সেই সময় তিনি বোস্টনে ছিলেন, যখন তার বাবা অশোক চোপড়া লিভার ক্যান্সারে ভুগছিলেন। এবং তার চিকিৎসা চলছিল। তখন বাবার পাশে ছিলেন প্রিয়াঙ্কা।

সেই সময়ের কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা দাবি করেন, খ্যাতি এবং গ্ল্যামারের পিছনে আসলে লুকিয়ে আছে একাকিত্ব। তিনি বলেন, ‘বলিউডে আমার লাখো পরিচিত লোক রয়েছে, কিন্তু এমন কোনো বন্ধু নেই, যাকে আমি রাতে ফোন করে আমার মনের কথা বলতে পারি।’

সেই সময়ে প্রিয়াঙ্কার হাতে একাধিক বড় ছবি। অভিষেক বচ্চনের সঙ্গে ‘ব্লাফ মাস্টার’ ছবিটি প্রশংসিত হয়। শাহরুখ খান, হৃতিক রোশন, অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে একের পর এক ছবি। কিন্তু চলচ্চিত্র জগতের গ্ল্যামার এবং চাকচিক্যের আড়ালে তাঁর একাকিত্ব বড় যন্ত্রণার ছিল।

প্রিয়াঙ্কা বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে আপনি যত ওপরে উঠবেন, ততই একাকিত্ব বোধ করবেন।’ সেই সময়টা তার জন্য খুব কঠিন ছিল বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। তার ভয় লাগত। ‘ফ্যাশন’-এর অভিনেত্রী বলেন, ‘আমার ভয় হতো, আমি হয়তো একা মারা যাব কোনো বন্ধু ছাড়া।’ এই আবেগগুলো আসলে তার হৃদয়ের গভীর এক ক্ষত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x