মুম্বাইয়ে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর টিজার লঞ্চের অনুষ্ঠান। মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি। সকলেই মুখিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশেষ কী বলেন সঞ্জয়। কেন বলিউডের চেয়েও দক্ষিণের সিনেমা এখন বেশি পছন্দ তার?
প্রশ্ন করতেই একগাল হেসে জবাব দিলেন অভিনেতা। দীর্ঘ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর তিনি বললেন, চলচ্চিত্র দুনিয়ায় এখন অনেকাংশে ‘আবেগ’-এর অভাব রয়েছে। তুলনায় দক্ষিণ ভারতে অনেক ভালো কাজ হচ্ছে।
তবে কি নতুন কিছু খুঁজে পাচ্ছেন ওই ইন্ডাস্ট্রিতে অভিনেতারা? সঞ্জয়ের মতে, এখন নাকি আর আগের মতো ‘আবেগ’ নেই তার বলিউডের প্রতি। বললেন, ‘বলিউডে এখন আবেগের বড় অভাব। আমি দক্ষিণ ভারত থেকে আবারো সেই আবেগ ফিরিয়ে আনতে চাই। যা বলিউড দীর্ঘদিন আগে হারিয়েছে। আশা করি সেটা ফিরে আসবে। আমার নিজের ইন্ডাস্ট্রিতে আমি এই জিনিসটা খুব মিস করি। একটি ভালো ছবি তৈরির আবেগ। বলিউডে সবকিছুই তো আসলে অর্থের বিষয়। তবে সবকিছু শুধু অর্থ নয়, আবেগের বিষয়ও হওয়া উচিত।’
চিরঞ্জীবী তার ভীষণই পছন্দের অভিনেতা। বললেন, ‘আমি চিরঞ্জীবী স্যারকে খুব পছন্দ করি। তিনিও এখানে অনেক মুন্নাভাইয়ের মতো ছবি করেছেন। তার সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক।’
তবে আক্ষেপ একটাই। দক্ষিণ ভারতের সিনেমায় কাজ করতে তার অনেকটা সময় লেগেছে। কারণ, কেউ নাকি কখনো তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। কেউ তাকে ফোন করলে হয়তো আরো আগে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন।