আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তবে এই লড়াই শুধু দুই দলের জন্য নয়, বাংলাদেশের সমর্থকদের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, লিটন দাসদের সুপার ফোরে ওঠার ভাগ্য নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর।
গ্রুপপর্বের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলে দুইয়ে অবস্থান করছে টাইগাররা। এখন শুধু শ্রীলঙ্কার জয়ের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। সমীকরণটা সহজ, লঙ্কানরা জিতলেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার ফোর। ফলে বাংলাদেশের সমর্থকরা যেন হঠাৎ করেই শ্রীলঙ্কার সমর্থকে পরিণত হয়েছেন।
ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ‘নাগিন ডার্বি’ নামেও পরিচিত এই লড়াই। মাঠে ও মাঠের বাইরে দুই দেশের সমর্থকদের বাকযুদ্ধও চোখে পড়ে নিয়মিত। তবে আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের সমর্থনে একজোট হয়েছেন বাংলাদেশের ভক্তরা।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ ভরে গেছে বাংলাদেশি সমর্থকদের শুভকামনায়। এমনকি বোর্ড নিজেদের স্টোরিতেও শেয়ার করেছে একটি পোস্ট, যেখানে কমেন্ট করা প্রায় সবাই বাংলাদেশি ভক্ত। সবার অনুরোধ একই, আজ যেন জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
তবে আফগানিস্তানের জন্য চ্যালেঞ্জটা কঠিন হলেও অসম্ভব নয়। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২, নেট রান রেট +২.১৫০। অন্যদিকে শ্রীলঙ্কা এখনও অপরাজিত, নেট রান রেট +১.৫৪৬। বাংলাদেশের নেট রান রেট -০.২৭০, যা বড় চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে অল্প ব্যবধানে জয় ও লঙ্কানদের কাছে বড় হারের প্রভাব পড়েছে সেখানে। আজকের ম্যাচ তাই তিন দেশের সমর্থকদের জন্য সমান গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মাঠের লড়াই শেষ পর্যন্ত ঠিক করে দেবে বাংলাদেশের সুপার ফোরের টিকিট।