বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর মিরপুরের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সফরকারী কোচ মাইক হেসন। প্রথম দুই ম্যাচের রান বিবেচনায় হেসনের সেই অভিযোগকে অবান্তর বলার সুযোগ নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টিতে তুলনামূলক ভালো উইকেট পেয়েছে ব্যাটিংয়ে ১৭৮ রান করেছে পাকিস্তান। মিলেছে জয়ের দেখাও। তবে এরপরেও সংবাদ সম্মেলনে পিচ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।
এমন উইকেট আগে দেখেননি জানিয়ে সালমান আলি আগা বলেন, ‘আমার মনে হয় না এরকম কোনো কন্ডিশন ভবিষ্যতে কোথাও পাবেন। আমি অনেক জায়গাতে খেলেছি তবে বাংলাদেশের কন্ডিশনের মতো উইকেট দেখিনি। প্রস্তুতির জন্য আমার মনে হয় না এটা খুব বেশি কাজে দেবে। তবে আমাদেরকে সব কন্ডিশনে গিয়ে পারফর্ম করতে হবে। আমাদের যেমন পারফর্ম করা উচিত ছিল এই সিরিজে আমরা সেটা করতে পারিনি।’
সালমান বলেন, ‘উইকেট নিয়ে আমি কিছু বলিনি। আমি শুধু বলেছি আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা আদর্শ উইকেট নয়। উইকেট নিয়ে আমার কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক ক্রিকেটার ও দল হিসেবে আমরা যেখানেই যাই না কেন কিংবা উইকেট পাই না কেন সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং পারফর্ম করতে হবে।’
পাকিস্তান দলপতি আরও বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তারা যদি আমার কাছে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির কথা জানতে চায় তাহলে আমি বলব আমরা যে ধরনের প্রস্তুতি নিতে চাচ্ছি সেটার জন্য আদর্শ উইকেট নয়। আমার মনে হয় না এরকম পিচ আমরা সামনেও কোথাও পাব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে অলিম্পিকে যাওয়ার পথ কঠিন হয়ে গেল কিনা, পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের উত্তরে সালমান বলেন, ‘আমরা একটা প্রক্রিয়া অনুসরণ করছি। সেটার জন্য যেসব বিষয়ই আসুক সেগুলো কোনো সমস্যা না। অলিম্পিক, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ নিয়ে ভাবছি না। একটা প্রক্রিয়া অনুসরণ করছি, এটা ঠিকঠাকমতো করতে পারলে সবকিছু এমনিই চলে আসবে।’