৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম

এ সম্পর্কিত আরও খবর

বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না: তারেক রহমান

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম

গাজা অভিমুখে নৌবহরে যোগ দেওয়ার সাহসী উদ্যোগের জন্য দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।

তারেক রহমান লেখেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগ্রামে তাদের সমর্থন জানিয়ে যাবে। ফেইসবুকে পোস্টে শহীদুল আলমের প্রশংসা করে তারেক রহমান লেখেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

গাজায় ইসরায়েলের চলমান অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন অধিকারকর্মীরা। এর অংশ হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি নৌবহর গাজা অভিমুখে যাত্রার পর ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে। এগুলোতে থাকা অধিকারকর্মীদের আটক করা হয়।

এরপর আরও ১১টি জাহাজের আরেকটি নৌবহর গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে, যেটির আয়োজক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। এ বহরে থাকা ‘কনশানস’ নামের জাহাজটিতে রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। এতে আছেন ২৫ দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। এ বহর গত বুধবার যাত্রা করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x