সিলেটে তিন টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। প্রথমবারের মতো নেদারল্যান্ডসকে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ। ২৬ আগস্ট ডাচ ক্রিকেটাররা বাংলাদেশে এসে পৌঁছবেন। দ্বিপক্ষীয় এই সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। জাতীয় পুরুষ দলের কোনও আন্তর্জাতিক সিরিজে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। তিন টি-টোয়েন্টির দুটিতে চতুর্থ আম্পায়ার ও একটিতে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে জেসিকে।
৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পর্দা উঠবে। মাঠের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। পরের ম্যাচ পহেলা সেপ্টেম্বর। সেই ম্যাচে টিভি আম্পায়ার থাকবেন তিনি। শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর। ওই ম্যাচে তার ভূমিকা চতুর্থ আম্পায়ার।
বিসিবির পরিচালক ও আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু জেসিকে নিয়ে বলেছেন, জেসি তো বিশ্বকাপে যাবে। টিভি আম্পায়ার হিসেবে একটা সুযোগ করে দেওয়ার চিন্তা করছি। ছেলেদের প্রেশার গেমে সুযোগ দিচ্ছি। আমাদের মেয়েদের আম্পায়ারিংয়ে দুই-আড়াই বছরে অনেক উন্নতি হয়েছে, তাদের আরও বেশি সমর্থন করা উচিত।
খেলোয়াড়ি জীবন শেষে জেসি মনোযোগ দিয়েছেন আম্পায়ারিংয়ে। এরই মধ্যে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এবারের ওয়ানডে বিশ্বকাপেও তাকে রাখার প্রক্রিয়া চলছে। এর আগেই পুরুষদের আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন জেসি।