২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভা মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে জেলার ঈদগাঁও ও চকরিয়ায় পথসভায় অংশ না নিয়ে সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ করেন এনসিপির নেতারা। এর আগে চকরিয়ায় জনতা শপিং কমপ্লেক্সের সামনে করা মঞ্চে ভাঙচুর করা হয়। এতে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেয় বলে জানা গেছে।

এর আগে কক্সবাজার শহরের লালদিঘিরপাড় মাঠে এনসিপির পথসভায় নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ আমলে গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে শিলং থেকে আসা এক নতুন গডফাদার ঘের দখল করছে, জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম বলছি না, কারণ সে নাকি সংস্কার বোঝে না। কক্সবাজারের জনতা সংস্কারবিরোধী এসব লোককে রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

নাসিরের বক্তব্য ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে কক্সবাজার ও বিভিন্ন উপজেলা। সন্ধ্যায় শহরের ঘুমগাছতলায় পুরোনো শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করে জেলা ছাত্রদল। এরপর শত শত নেতাকর্মী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

সমাবেশে জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেন, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের গর্ব। তার বিরুদ্ধে কটূক্তি মানে সমগ্র জেলার মানহানির শামিল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, আমরা ভিন্নমতকে শ্রদ্ধা করি, কিন্তু কুরুচি ও উসকানিমূলক বক্তব্য মেনে নেওয়া যায় না। নাসীরুদ্দিনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জানান, সমাবেশ শেষে এনসিপি নেতারা কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে রওনা হলে পথে তারা মিছিলের বাঁধার মুখে পড়েন। তাদের বহরের কিছু গাড়ি জেলা পার হতে পারলেও নাহিদ ইসলামসহ আরেকটি গাড়িবহর ফাঁসিয়াখালী এলাকায় বিক্ষুব্ধরা আটকে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট গাড়িবহরকে চকরিয়া পার করে দেওয়া হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x