সম্প্রতি ফেনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া এলাকায় দুইজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনাকে জাতীয় নাগরিক পার্টি গভীর উদ্বেগ ও নিন্দার সাথে গ্রহণ করেছে।
মানবাধিকার লঙ্ঘনের এ জঘন্য ঘটনার প্রতিবাদ জানাতে, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ১ আগস্ট শুক্রবার দুপুরে নাগরিক পার্টির মানবাধিকার সেলের নেতৃবৃন্দ নিহত দুইজন ব্যক্তির বাড়িতে সৌজন্যে সাক্ষাৎ করেন।
নিহত মিল্লাত, লিটনের পরিবারের সার্বিক বিষয় ও পারিবারিক বিষয় নিয়ে কথা বলেন এবং সহায়তায় আশ্বাস দেন। নেতৃবৃন্দ নিহতদের কবর জিয়ারত করে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন নফিউল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার সেল সদস্য ওমর আলী রাজ, , জাতীয় নাগরিক পার্টির সংগঠক তানবীরুল হক, ফেনী জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, আব্দুল্লাহ আল জোবায়ের, আব্দুল কাদের, বদরুদ্দোজা নোভল, সানা উল্লাহ রাসেদ, জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধি আব্দুল আজিজ, সোহরাব হোসেন শাকিল, রাফি প্রমুখ।