৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:৪৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের প্রভাবশালী অঙ্গ হয়ে উঠেনি: প্রধান বিচারপতি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:৪৬ পিএম

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, গত ৫০ বছরে বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের প্রভাবশালী অঙ্গ হয়ে ওঠেনি। তিনি আরও বলেছেন, বিচার বিভাগের প্রতিষ্ঠানগত স্বাধীনতার দাবি কোনোভাবেই একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা নয়। এটি ভ্রান্ত ধারণা। প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। স্মরণসভার আয়োজন করে এ জে মোহাম্মদ আলী অ্যান্ড অ্যাসোসিয়েটস্।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সাংবিধানিক ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই, যেখানে বিচার বিভাগ এককভাবে রাষ্ট্রের ওপর কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে। বরং অতীতে এমন কিছু সময় এসেছে, যখন দুর্বল ও নমনীয় বিচার বিভাগ নির্বাহী বিভাগের সঙ্গে অস্বাস্থ্যকর সমঝোতায় গিয়েছিল। এই সময়গুলোতে সাংবিধানিক সীমা লঙ্ঘিত হয়েছে।’

তিনি বলেন, সুপ্রিমকোর্টের স্বাধীন সচিবালয় গঠনের প্রসঙ্গটি বিচার বিভাগের দীর্ঘদিনের দাবি। এই বিষয় নিয়ে চলা বিতর্ককে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্যের আলোকে দেখতে হবে। গত ৫০ বছরে মর্যাদা ও ক্ষমতার ক্ষেত্রে কখনোই রাষ্ট্রের প্রভাবশালী অঙ্গ হয়ে ওঠেনি।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও আইন বিভাগের ওপর আধিপাত্য প্রতিষ্ঠা করতে চায়নি। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা মানে হলো রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, আধিপত্য বিস্তারের চেষ্টা নয়। এটি (আধিপাত্য বিস্তার) একটি ভ্রান্ত ধারণা। বিচার বিভাগ এমন কিছু চায়না।

হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x