গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বিজয়ের ৫৪ বছরেও দেশের সর্বস্তরের জনগণ বিজয়ের প্রকৃত সুখ পায়নি।
আজ মঙ্গলবার (০১ জুলাই) বিকালে শ্রীপুর উপজেলা মডেল মসজিদে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনকালে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। গণমানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এবং নিষ্পেষিত সুবিধাবঞ্চিত গণমানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সার্বিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিজয়কে অর্থবহ করতে হবে।
গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কামাল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার আমির নূরুল ইসলাম, জামায়াতে ইসলামী শ্রীপুর পৌর শাখার আমির আনিসুজ্জামান, শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আফজাল হোসেন খানসহ শ্রীপুর উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।