৩ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ এএম

এ সম্পর্কিত আরও খবর

বিদেশ মানেই বেহেশত মনে করবেন না: আসিফ নজরুল

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ এএম

বি‌দেশ গম‌নেচ্ছু‌দের উ‌দ্দে‌শ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিদেশ মানেই বেহেশত মনে করবেন না। তিনি বলেন, আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে বিদেশ যাওয়ার জন্য, এই টাকা দিয়ে অনেক ব্যবসা দেশে করা যায়। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠানে এ তথ্য জানান উপ‌দেষ্টা।

এসময় আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে চুক্তি করার কথা জা‌নি‌য়ে‌ছেন তিনি। ত‌বে চু‌ক্তির বিষ‌য়ে বিস্তা‌রিত তথ্য প্রকাশ ক‌রেন‌নি। আসিফ নজরুল ব‌লেন, আশা করি ২-৩ সপ্তাহের মধ্যে শুনবেন যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে চুক্তি হচ্ছে। এই চুক্তির চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করার চেষ্টা করা হয়েছে, হয়নি। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে এই চুক্তি নেই, বাংলাদেশের সঙ্গে এই চুক্তি হতে যাচ্ছে।

চুক্তি হলে সৌদি আরবে শ্রমিক ভাই-বোনদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি, ব‌লেন তি‌নি। আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় গত বছর বিমান টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত বৈঠক করে যখন ঢাকায় এসে বললাম যে, তাদের মালয়েশিয়া নেবে বলে আশ্বস্ত করেছে, তখন তীব্র প্রতিক্রিয়া পেয়েছি। আমাকে ফেসবুকে গালাগালি করছে যে এই বলে, বর্তমানে যারা অবৈধ হয়ে আছে তাদের বৈধ করার খবর নেই, আবার নতুন করে লোক পাঠাচ্ছে। গালাগালির কোনো শেষ নেই। যেটা আপনাদের এতো বড় দাবি সেটা করার পরও গালি খাই।

উপ‌দেষ্টা জানান, আমরা রিইন্ট্রিগেশনে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা প্রক্রিয়া কিছুটা সহজ করেছি মন্ত্রণালয়ে যাতে আপনাদের ভোগান্তি ও হয়রানি কম হয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি, আপনারা নতুন করে বিদেশে গেলে এই সুবিধা বুঝতে পারবেন।

প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, প্রবাসী ভাই বোনরা যারা ফিরে এসেছেন, আপনারা হয়তো আবার যাবেন। কয়েকটা কথা আপনাদের বলি অন্যভাবে নিয়েন না। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো প্রতারক-ঠগবাজ পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। বিদেশ যেতে এতো মরিয়া হয়ে যাবেন না যে, খোঁজ খবর নেওয়ার প্রয়োজন হয় না।

তি‌নি ব‌লেন, বিদেশ মানেই বেহেশত মনে করবেন না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের জীবনযাত্রা দেখেছি, সৌদি আরবে আমি এমন অবস্থা দেখেছি, বাংলাদেশের খারাপ বস্তিতেও মানুষ এর চেয়ে ভালো থাকে। এত খারাপ জীবন ৮-৯ লাখ টাকা খরচ করে যাওয়ার পরও। কাজেই ভালোমতো খোঁজ খবর নিয়ে যান। এত মরিয়া হয়ে যাবেন না। আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে বিদেশ যাওয়ার জন্য, এই টাকা দিয়ে অনেক ব্যবসা দেশে করা যায়।

আসিফ নজরুল বলেন, যারা বিদেশ যাচ্ছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশই ভালো মানুষ, ঠিকমতো কাজ করেন। বাকি এক শতাংশ সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয়। যার জন্য ৯৯ শতাংশের অনেক কষ্ট হয়। ওই দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরও কষ্ট হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x