৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ পিএম

ফুটবলের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (২৩ আগস্ট) হংকংয়ে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরের জার্সিতে গোল করে রেকর্ড গড়লেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চার ভিন্ন দেশে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা। আল আহলির বিপক্ষে ফাইনালে যদিও স্বপ্নভঙ্গ হয়েছে সিআরসেভেনের তবে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এটি ছিল সৌদি ক্লাবটির হয়ে তার ১০০তম গোল। ম্যাচ শুরুর আগে তার গোল সংখ্যা ছিল ৯৯।

এর আগে রোনালদো করেছেন—

  • রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল
  • ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল
  • জুভেন্টাসের হয়ে ১০১ গোল
  • জাতীয় দল পর্তুগালের হয়ে ১৩৮ গোল
  • আর এখন আল নাসরের হয়ে পৌঁছালেন ১০০ গোলের ঘরে

ফলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চার দেশে শত গোলের কীর্তি গড়লেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, নিজের প্রথম ক্লাব স্পোর্টিং সিপির হয়ে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি সিআর সেভেন। ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন রোনালদো। সেই থেকে সৌদি আরবে তার উপস্থিতিই বদলে দিয়েছে লিগ ও ক্লাব ফুটবলের চেহারা।

ফাইনালে যদিও শিরোপা হাতছাড়া হয়েছে, তবে গোল দিয়ে নতুন রেকর্ড গড়েই বিশ্বকে আবারও মনে করিয়ে দিলেন বয়স কেবল সংখ্যা, রোনালদো এখনো ফুটবলের রেকর্ড মেশিন। এদিকে হংকংয়ের ইতিহাসঘেরা এই ফাইনালই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের বাইরে আয়োজিত হলো সৌদি সুপার কাপ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x