২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:০৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

বিশ্বের ৫ ধনী রাজপরিবার, শীর্ষে রয়েছেন কারা?

প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:০৯ এএম

রাজতন্ত্রকে অনেকেই অতীতের ধারা বলে মনে করলেও, এখনো বিশ্বের অনেক দেশেই রাজপরিবার রয়েছে এবং তারা সম্মানিতও বটে। কিছু দেশে রাজপরিবারই জাতির শাসক। এইসব রাজপরিবারের জাঁকজমকপূর্ণ জীবন ও রাজকীয় স্টাইল বিশ্বজুড়ে অনেককেই মুগ্ধ করে। যুক্তরাজ্যের রাজপরিবার নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে পরিচিত রাজপরিবারগুলোর একটি, তবে তারা কিন্তু বিশ্বের ধনীতম রাজপরিবার নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টপ ৫ এক্সপেনসিভ’ অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী পাঁচটি রাজপরিবারের তালিকা ও কিছু আকর্ষণীয় পাঠাকদের জন্য তুলে ধরা হলো।

১. হাউস অব সৌদ

সৌদি আরবের রাজপরিবার হাউস অব সৌদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী রাজপরিবার হিসেবে বিবেচিত। ১৮শ শতকে প্রতিষ্ঠিত এই রাজবংশ আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে (১৯৩২ সালে রাজা আবদুল আজিজ ইবনে সৌদের হাত ধরে) শাসক হিসেবে রয়েছে।

হাউস অব সৌদ পরিবারের অনেক সদস্যই গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক পদে অধিষ্ঠিত। তাদের আয় প্রধানত আসে বিশাল তেলসম্পদ থেকে, যা ‘সৌদি আরামকো’-এর মাধ্যমে পরিচালিত হয়—এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান তেল কম্পানি।

২. হাউস অব আল সাবাহ

কুয়েতের শাসক রাজপরিবার হাউস অব আল সাবাহ’র মোট সম্পদ আনুমানিক ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার। ১৭৫২ সালে প্রতিষ্ঠিত এই রাজপরিবার কুয়েতকে অনেক গুরুত্বপূর্ণ সময় পার করে এনেছে, যার মধ্যে ১৯৬১ সালে স্বাধীনতা অর্জন অন্যতম।

এই পরিবার অন্যান্য রাজপরিবারের তুলনায় অপেক্ষাকৃত সাদাসিধে জীবনযাপন করে, তবে আঞ্চলিক রাজনীতিতে তাদের প্রভাব রয়েছে। কুয়েতের আমির হলেন রাষ্ট্রপ্রধান এবং দেশটির তেলনির্ভর অর্থনীতি ও পররাষ্ট্রনীতি পরিচালনার দায়িত্বে আছেন।

৩. কাতারের রাজপরিবার

আনুমানিক ৩৩৫ মিলিয়ন মার্কিন ডলার সম্পদসহ কাতারের রাজপরিবার বিশ্বের তৃতীয় ধনী রাজপরিবার হিসেবে বিবেচিত। ‘আল থানি’ রাজবংশ ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে কাতারে শাসন করছে। দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে এই পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের নেতৃত্বেই কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ হয়ে উঠেছে, যার অন্যতম কারণ বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুত।

৪. সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার

সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার মূলত দুইটি অংশে বিভক্ত—আবুধাবির আল নাহিয়ান পরিবার এবং দুবাইয়ের আল মাকতুম পরিবার। যৌথভাবে এই রাজপরিবারের সম্পদের পরিমাণ আনুমানিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বাধীন আল নাহিয়ান পরিবার আমিরাতের তেলের বিশাল সম্পদের উপর নিয়ন্ত্রণ রাখে, আর আল মাকতুম পরিবার দুবাইকে বিশ্ব পর্যটন, আর্থিক এবং প্রযুক্তির কেন্দ্রে পরিণত করার জন্য পরিচিত।

৫. ব্রিটিশ রাজপরিবার

বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজপরিবার যুক্তরাজ্যের হাউস অব উইন্ডসর, যাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে রাজপরিবারের প্রধান হলেন রাজা চার্লস তৃতীয় আর তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম উত্তরাধিকারী। অন্য উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন রানী কনসোর্ট ক্যামিলা, ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন প্রমুখ।

তবে এই রাজপরিবার সবসময়ই বিতর্ক এবং পারিবারিক কলহে খবরের শিরোনামে থাকে। রাজা চার্লস ও প্রিন্সেস ডায়ানার অস্থির দাম্পত্য জীবন ও বিচ্ছেদ, কিংবা প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ—এই সব ঘটনা তাদের নিয়ে বিতর্ককে আরো উসকে দিয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x