৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:৩১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বিসিবির তিন কমিটির প্রধান বুলবুল, একটিতেও নেই ফারুক

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:৩১ পিএম

পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে সোমবার বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। পরেই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবেন। এমনকি যেসব অংশীদার নির্বাচনে আসেননি নিজ উদ্যোগে তাদের কাছে যাবেন। মঙ্গলবার বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিসিবির ২৩টি স্থায়ী কমিটির দায়িত্ব বন্টন করা হয়েছে। তাতে অবশ্য সকলকে নিয়ে কাজ করার প্রতিফলন দেখা যায়নি। যেমন- বিসিবির সভাপতি বুলবুল নিজে তিনটি কমিটির প্রধানের দায়িত্ব নিয়েছেন। অথচ চার মাস আগে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করা এবং নির্বাচনে বিসিবির সহসভাপতি হওয়া ফারুক আহমেদকে কোন কমিটি দেননি তিনি।

বুলবুল নিজের কাছে রেখেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্বটা। এছাড়া ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটির প্রধানের দায়িত্বও নিয়েছেন তিনি। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান।

পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, বিসিবি সভাপতি নিজে স্থায়ী কমিটিগুলোর প্রধান নির্বাচন করে বোর্ডকে জানিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা সভাপতির সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছেন।

ফারুক আহমেদকে কোন কমিটিতে না রাখা প্রসঙ্গে মিঠু জানান, এটা সভাপতি ভালো বলতে পারবেন, ‘কাকে কোথায় রাখবেন এই সিদ্ধান্ত বোর্ডে সভাপতিই নেন। এটা ওনার বিষয়। উনিই ভালো বলতে পারবেন।’ বোর্ড পরিচালকদের প্রথম সভা শেষ হওয়ার আগে ফারুক আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে বেরিয়ে যান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x