৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১:২২ এএম

এ সম্পর্কিত আরও খবর

বৃত্তের ভেতর শুধু তুমি আছো: রোজা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১:২২ এএম

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের একাকিত্ব ভেঙে নতুন করে তিনি ঘর বাঁধেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে। বর্তমানে রোজা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সম্প্রতি রোজা আহমেদ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ফটো স্টোরি।

ছবিতে দেখা যায়, তিনি স্বামী তাহসানের উরুর ওপর শুয়ে আছেন। তাহসানের চোখে রোদচশমা, দুজনের পরনেই মিলিয়ে নেওয়া হালকা রঙের টি-শার্ট। ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছে তাহসানেরই একটি গান। আর ক্যাপশনে রোজা লিখেছেন, বৃত্তের ভেতর শুধু তুমি আছো।

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে ২০১৩ সালের ৩০ জুলাই কন্যা সন্তান আইরার জন্ম হয়। তবে ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা বিয়ে করেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে। সেই সময়ে মিথিলাকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও তাতে বিচলিত হননি এ দম্পতি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x