৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:২২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বেকার পুরুষকে বিয়ে করতে চাওয়া কে এই তানিয়া?

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:২২ পিএম

বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস‌’-এর ১৯তম সিজনের অন্যতম আলোচিত প্রতিযোগী তানিয়া মিত্তল। এ শোয়োর ঘরে বড় বড় দাবি করে বর্তমানে ট্রলের মুখে তানিয়া। কারণ তার দাবিগুলোকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। নিজেকে কোটি কোটি টাকার মালিক দাবি করা তানিয়া জানিয়েছেন, ২৬ হাজার বর্গফুটের একটি বাড়ির মালিক তিনি। ৮০০ জন লোক তার বাড়িতে কাজ করেন এবং ১৫০ জন তার দেহরক্ষী রয়েছে।

তারপর তানিয়াকে নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়ে। তার পরিচয় জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন নেটিজেনরা। সেই আবহে তানিয়ার পুরোনো একটি সাক্ষাৎকার নেটিজেনদের কৌতূহল আরো বাড়িয়ে তুলেছে। পুরোনো সেই সাক্ষাৎকারে তানিয়াকে বলতে শোনা যায়, সানন্দে একজন বেকার পুরুষকে বিয়ে করতে প্রস্তুত।

নিউজ স্কুপ-কে দেওয়া সাক্ষাৎকারে তানিয়া বলেছিলেন, আমি জানি না যে আমার মনের মতো পুরুষ পৃথিবীতে আছেন কি না। তবে একজন বেকার ছেলেকে বিয়ে করতে আমার আপত্তি নেই। আপত্তি নেই তার পা টিপে দেওয়ায় বা প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করাতেও। আমি বিশ্বাস করি, সম্পর্কে ছোট-বড় বলে কিছু হয় না।

নিজেকে রোমান্টিক দাবি না করে তানিয়া বলেছিলেন, আমি যখন সম্পর্কে ছিলাম, তখন একেবারেই রোমান্টিক ছিলাম না। আমার প্রেমিক খাওয়ার পর তার হাত মুছে দিতে আমি গরম তোয়ালে নিয়ে আসতাম। আমি জানি আমার স্বামীর সঙ্গেও একই আচরণ করব। ব্যক্তিগতভাবে চাই আমার স্বামী রাজার মতো অনুভব করুক।

তানিয়া উপার্জন করতে চান এবং স্বামীর জন্য রান্নাও করতে চান। এ তথ্য উল্লেখ করে তানিয়া বলেছিলেন, আজ আমার তিনটি কারখানা আছে। আমার কাছে যথেষ্ট টাকা আছে। এত কিছুর পরেও, আমি চাই না যে অন্য কেউ আমার জন্য উপার্জন করুক। এটা ভুল। আমি মনে করি, ঘর কীভাবে চলবে, খাবার কীভাবে আসবে তা নিয়ে চিন্তা করার দরকার নেই পুরুষদের। আমি উপার্জনও করব। আবার স্বামীর জন্য রান্নাও করব। আমি ঘরের সব কাজ জানি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীবাদের নামে আমরা আমাদের স্বামীদের ছাড়িয়ে যেতে শুরু করেছি। এটা ভুল। দেবী সীতাও ভগবান রামের পা ছুঁয়েছিলেন।

সুন্দর নয় দাবি করে তানিয়াকে তার এক ধনাঢ্য প্রেমিক ছেড়ে যায়। তা স্মরণ করে তানিয়া বলেছিলেন, “আমি একজনের সঙ্গে মেলামেশা করছিলাম। আমার ব্যবসা যদি না চলে তবে তাকে বিয়ে করার কথাও ভেবেছিলাম। সে খুব ধনী ছিল। কিন্তু আমি কিছু বলার আগেই, সে আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। আমাকে বলেছিল যে, ‘আমি সুন্দর নই।” এরপরই ভ্লগিং শুরু করেন তানিয়া। উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তানিয়া একজন আধ্যাত্মিক কনটেন্ট ক্রিয়েটর।

২০০০ সালের ২৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন তানিয়া। স্থানীয় একটি স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। পরে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ‘মিস এশিয়া ট্যুরিজম ইউনিভার্স ২০১৮’ খেতাব অর্জন করেন তানিয়া। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী হয়ে ওঠেন।

বিতর্কিত ‘বিগ বস‌’-এ বিভিন্ন বিষয়ে অতিরঞ্জিত দাবি করে হাসির খোরাক হচ্ছেন তানিয়া। তার দাবি, স্নানের আগে কী কী জিনিস নিয়ে যেতে হয়, তা তার অজানা। মহাকুম্ভে তার দেহরক্ষীরা অনেক মানুষকে বাঁচিয়েছেন বলেও দাবি করেছেন তানিয়া। এ-ও দাবি করেছেন, পরিবারের সদস্যরা তাকে ‘বস’ বলে ডাকেন। তার বাড়ি বিলাসবহুল হোটেলের চেয়েও কোনো অংশে কম নয়। সেই বাড়ির একটি তলায় শুধু তার পোশাক থাকে বলেও দাবি করেছেন এই প্রতিযোগী।

এমনকি, সালমান খান সঞ্চালিত শোয়ে ৮০০ শাড়ি, সাত বাক্স গহনা এবং দুটি স্যুটকেস নিয়ে এসেছেন বলেও দাবি করেছেন তানিয়া। যদিও নেটিজেনদের দাবি, তানিয়া তার সম্পত্তি এবং জীবনযাত্রা নিয়ে যেসব দাবি করেছেন, সে সবই মিথ্যা। ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী অভিষেক মলহানসহ বেশ কয়েকজন তারকা নিজের প্রতিপত্তি সম্পর্কে মিথ্যা বলার জন্য তানিয়ার সমালোচনা করেছেন।

তানিয়ার নিজস্ব ব্র্যান্ডও শুরু করেছিলেন। মূলত, শাড়ি-ব্যাগের ব্যবসা করে সংস্থাটি। বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, তানিয়া মাত্র ৫০০ রুপি দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। ইনস্টাগ্রামে তানিয়ার ফলোয়ারের সংখ্যা ৩১ লাখের বেশি। নারীদের সমতা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কেও নেটমাধ্যমে কথা বলতে শোনা গিয়েছে তানিয়াকে। অনেকের দাবি, গোয়ালিয়রের কাছে দুটি গ্রাম দত্তক নিয়েছেন তানিয়া। সেই দুই গ্রামের নারীদের স্বাস্থ্য প্রকল্প নিয়ে কাজ করেন তিনি।

তানিয়ার মোট সম্পত্তি নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রতি মাসে ৬ লাখ রুপির বেশি আয় করেন তানিয়া। তার আয়ের বেশির ভাগই আসে ব্র্যান্ড সহযোগিতা, এনডোর্সমেন্ট এবং তার ব্যবসা থেকে। তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ২ কোটি রুপি। একাধিক গাড়িও হয়েছে তানিয়ার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x