২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ১১:২৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ১১:২৫ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তির যোগ্যতা পূরণ না করে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০ জুলাই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়, ১ আগস্ট বিষয়টি জানাজানি হয়েছে।

তথ্যানুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েটে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক হলেও বেনজীর আহমেদ সে শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। বেনজীরের বিএ (পাস) সনদ অনুযায়ী, তিনি মোট ১১০০ নম্বরের মধ্যে ৫১৭ পেয়েছেন (৪৭ শতাংশ)। অর্থাৎ তিনি ৫০ শতাংশ নম্বর পাননি। কিন্তু ডিবিএ প্রোগ্রামে ভর্তির আবেদনে তিনি উল্লেখ করেছেন তিনি ডিগ্রি বা সমমানের পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে ৩০১ নম্বর (৬০ শতাংশ) পেয়েছেন।

বিষয়টি খতিয়ে দেখতে উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের উচ্চতর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাম না প্রকাশের শর্তে একজন সিন্ডিকেট সদস্য বলেছেন, বেশকিছু অসংগতি থাকায় বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত করে দায়ী দপ্তর বা ব্যক্তিকে চিহ্নিত করার লক্ষ্যে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x