বিশ্বজুড়ে ব্যক্তিমালিকানাধীন লিগগুলোতে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার থেকে কোনো দল পিসিবির আনুষ্ঠানিক অনুমতি ছাড়া ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) ‘ভারত চ্যাম্পিয়নস’ কর্তৃক দুই দফায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পর পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে।
টুর্নামেন্টে ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ নামে খেলা দলটিতে রয়েছেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। কিন্তু ভারতের বিপক্ষে ওই দল দুই দফা খেলতে অস্বীকৃতি জানায়, যা পিসিবির ডিরেক্টর বোর্ডে ক্ষোভের জন্ম দেয়।
টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, পিসিবির এক বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। যদিও ডব্লুসিএলের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলটিকে অনুমতি দেওয়া হয়েছে, ভবিষ্যতে অনুমতি ছাড়া এমন কিছু আর করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বোর্ড।
পিসিবির এক সূত্রের বরাতে আরও বলা হয়, সম্প্রতি জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পিসিবির অনুমোদন ছাড়াই পাকিস্তানের নাম ব্যবহার করে লিগ চালানো হচ্ছে। এসব টুর্নামেন্টের মান নিয়েও প্রশ্ন উঠেছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের ক্রীড়া তত্ত্বাবধায়ক সংস্থা ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয়। তাদের মতে, দেশের মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক আসরে বিশেষ করে অননুমোদিত লিগে এমন নিয়ন্ত্রণ জরুরি।