ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে আগুন ঝরালেন সাকিব আল হাসান। মাত্র ২০ বলে ফিফটি তুলে নিয়ে খেললেন ২৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। তবে বল হাতে একদমই সফল হতে পারেননি তিনি। দুই ওভার হাত ঘুরিয়ে ৩২ রান খরচ করলেও উইকেট পাননি। শেষ পর্যন্ত সেন্ট লুসিয়া কিংসের কাছে ৬ উইকেটে হেরে গেছে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ পর আজ ফিফটি পেয়েছেন সাকিব। ইনিংসে ৫টি চার ও সমান ছক্কার সাহায্যে ২৩৪.৬১ স্ট্রাইক রেটে খেলেন তিনি। এটি তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্রুততম ফিফটিরও একটি। এর আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গ্লোবাল সুপার লিগে।
টস হেরে ব্যাট করতে নামা অ্যান্টিগার পক্ষে চার নম্বরে নামেন সাকিব। শামসিকে হ্যাটট্রিক করতে না দিয়ে দুই চারে শুরু করেন ইনিংস। এরপর রোস্টন চেজ ও ডেভিড ভিসার বিপক্ষে টানা ছক্কা–চার হাঁকিয়ে মাত্র ২০ বলে তুলে ফেলেন ফিফটি। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে খেলেন ৬১ রানের টর্নেডো ইনিংস। তার সঙ্গে আমির জাঙ্গু ৫৬ ও ফাবিয়ান অ্যালেন ৩৮ রানে দলকে নিয়ে যান ২০৪ রানে।
তবে এত রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি। রান তাড়ায় ঝড় তোলেন কিউই ব্যাটার টিম সেইফার্ট। সাকিবের করা দ্বিতীয় ওভারেই মারেন দুটি ছক্কা। পাওয়ার প্লের শেষ ওভারে সাকিবকে আবার বল করতে এলে তিন চার ও দুই ছক্কায় নেন ২৪ রান। শেষ পর্যন্ত ৫৩ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন সেইফার্ট।