বাংলাদেশের ১৩৩ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১৫ রান করতেই তারা হারায় ৫ উইকেট। এরমধ্যে শরীফুল দুটি আর তানজিম হাসান তুলে দুই উইকেট। আরেকটা হয় রান আউট। মেহেদী হাসানের করা ওভারের শেষ বলে রানআউট হয়েছেন সাইম আইয়ুব। পয়েন্টের দিকে ঠেলে ১ রান নিতে চেয়েও ফিরতে হয়েছিল সাইমকে। তবে শেষ রক্ষা হয়নি। পারভেজ–রিশাদের হাত ঘুরে লিটনের গ্লাভসে আসে বল। লিটন ভেঙে দেন উইকেট। এর আগে সাইম করেছেন ৪ বলে ১ রান করে।
সাইমের বিদায়ের পর দ্বিতীয় ওভারে আউট হয়েছেন মোহাম্মদ হারিস। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হারিসকে এলবিডব্লু করেছেন শরীফুল ইসলাম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি প্রথম বলেই আউট হওয়া হারিস। তৃতীয় ওভারে বাঁহাতি পেসার শরীফুলের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন ফখর জামান। ৮ বলে ৮ রান করেছেন ফখর।
নিজের প্রথম ওভারে পরপর ২ বলে হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে পাকিস্তানের স্কোরটাকে ১৫/৫ বানিয়ে দিয়েছেন তানজিম হাসান। দুই নেওয়াজকেই উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানিয়েছেন বাংলাদেশের পেসার। হাসান ৬ বলে ও মোহাম্মদ নেওয়াজ ১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাড়ায় ১৭ রানে ৫ উইকেট।