এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে। ওই ম্যাচে লিটন দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিসিবির বরাত দিয়ে সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, অনুশীলনের সময় স্কয়ার কাট খেলতে গিয়ে কোমরের বাঁ পাশে ব্যথা পেয়েছেন লিটন। দলের ফিজিও বায়েজিদ মাঠে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর আর অনুশীলন না করে মাঠ ছাড়েন তিনি।
ক্রিকবাজকে বিসিবির কর্মকর্তা বলেছেন, তাকে আজ পরীক্ষা করে দেখতে হবে। বাইরে থেকে দেখে ঠিকই আছে মনে হচ্ছে। তবে কোন সমস্যা আছে কিনা বুঝতে টেস্ট করাতে হবে।
লিটনের ইনজুরি গুরুতর নয় বলেই জানানো হয়েছে। ব্যথা না বাড়লে তার খেলার সম্ভাবনাই বেশি। তবে লিটন খেলতে না পারলে ভারতের বিপক্ষে ব্যাকফুটে থাকতে হবে দলকে।
এছাড়া লিটন না খেললে দলকে নেতৃত্ব দেবেন কে, তা নিয়েও আছে অনিশ্চয়তা। কারণ টি-২০ দলে অধিনায়ক লিটনের সহকারী ঘোষণা করা হয়নি কাউকে। বাংলাদেশ দল এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করেছে।