দেশজুড়ে চলমান সহিংসতা ও মব জাস্টিসের অবসান না হলে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আগে সরকারের উচিত সবার জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা।
শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুল ইসলাম বলেন, শুধু পাটগ্রাম নয়, সারা দেশেই এখন মব জাস্টিস ও নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন কল্পনাতীত। আগে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে, তারপর নির্বাচন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার অপরিহার্য। এমন একটি নির্বাচন হতে হবে যেখানে সব দল অংশ নিতে পারে এবং জনগণ সেটিকে গ্রহণযোগ্য মনে করে।
জামায়াতের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, আমরা সব সময়ই সহিংসতার বিরোধী। ১৯৭২ সাল থেকেই আমরা মব পলিটিক্সকে না বলেছি। পরে ডা. শফিকুল ইসলাম বিকাল ৩টায় রংপুরে আয়োজিত একটি জনসভায় অংশ নিতে সৈয়দপুর ত্যাগ করেন।