১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১:২৫ এএম

এ সম্পর্কিত আরও খবর

ময়মনসিংহে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১:২৫ এএম

ময়মনসিংহে পদযাত্রা করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মূখ‍্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এসময় তিনি ময়মনসিংহ মহা নগরীর নেক্সাস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পযর্ন্ত তিনি এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

খবরের সত‍্যতা নিশ্চিত করে হাসপাতালের ব‍্যবস্থাপক মৃদুল কুমার সরকার বলেন, কিছদিন ধরে জ্বর, সর্দি, কাশি সমস্যায় ভুগছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সমস্যা নিয়ে তিনি হাসপাতালে আসলে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে তার সকল রিপোর্ট ভালো পাওয়া গেছে। এ সময় প্রায় ২ ঘণ্টা চিকিৎসাধীন থেকে তিনি বের হন।

এর আগে নগরীর টাউন হল মাঠে গণজমায়েত মঞ্চে বক্তব‍্য রাখার পর কিছুটা অসুস্থবোধ করেন হাসনাত আব্দুল্লাহ। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব‍্যের আগেই তিনি মঞ্চ থেকে নেতাকর্মীদের নিরাপত্তায় বেরিয়ে যান।

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছে, টানা অনেকদিন ধরে বক্তৃতা দেওয়ার কারণে হাসনাত আব্দুল্লাহর গলায় সমস্যা হচ্ছিল। কষ্ট হচ্ছিল কথা বলতে। তবে এখন তিনি সুস্থ আছেন।

নেক্সাস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইনটারভেশনাল কার্ডিওলজিস্ট ডা. জহির মো: শরীফ তাকে চিকিৎসা প্রদান করেন। স্থানীয় এনসিপি নেতারা জানান, বেশ কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ কারণে তিনি নেত্রকোনার সমাবেশে প্রথমে বক্তৃতা করতে পারেননি। তবে জনতার দাবির প্রেক্ষিতে শেষতক তিনি সামান‍্য বক্তব‍্য রাখেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x