রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরে আছড়ে পড়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে পাইলটের অবস্থা, কোনো হতাহত কিংবা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এদের একটি বড় অংশই আগুনে দগ্ধ হয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মো নাসির উদ্দিন দ্য ডেইল স্টারকে জানান, ঘটনাস্থল থেকে অন্তত ৩০ জনকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আজ দুপুর সোয়া ১টার দিকে বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাসদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
উত্তরার লুবানা জেনারেল হাসপাতালের ডিউটি ডাক্তার গণমাধ্যকে জানান, তাদের ওখানে ১৮ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, এখান থেকে ১২ জনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর।