২২ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

মাগুরা হাসপাতালে পরিচ্ছন্নতায় অংশ নিল ইসলামী আন্দোলন ও জামায়াতকর্মীরা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
মাগুরা হাসপাতালে পরিচ্ছন্নতায় অংশ নিল ইসলামী আন্দোলন ও জামায়াতকর্মীরা

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে লোকবল সংকট থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ড প্রাঙ্গণে অপরিষ্কার ছিল। ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় রোগীসহ হাসপাতালে আগত দর্শনার্থীরা ছিল বিপাকে। এ অবস্থায় হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে জেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এগিয়ে আসে।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন অংশ নেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখা। তারা গাইনি ওয়ার্ডের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেয়।

এর আগে মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে রবিবার হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেই জেলা জামায়াতের একদল কর্মী। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রোগীর লোকজনসহ হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে হাসপাতালে কোনো লোকবল না থাকায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমানে সামান্য কিছু লোক নিয়ে চলছে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। আমরা চাই সবার সহযোগিতায় হাসপাতালটি যেন পরিচ্ছন্ন থাকুক। এ কাজে অংশ নেওয়া আমরা সকল রাজনৈতিক সংগঠনকে সাধুবাদ জানাচ্ছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x