৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ১১:৩৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

মাসুদ আজহার কোথায় জানি না, হয়তো তিনি আফগানিস্তানে: বিলাওয়াল ভুট্টো

প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ১১:৩৭ পিএম
মাসুদ আজহার কোথায় জানি না, হয়তো তিনি আফগানিস্তানে: বিলাওয়াল ভুট্টো

বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি বরেছেন, জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার কোথায় আছে তা ইসলামাবাদ জানে না। তিনি আরো বলেন, ভারত যদি তথ্য দেয় যে তিনি পাকিস্তানের মাটিতে আছেন, তাহলে দেশটি তাকে গ্রেপ্তার করতে পেরে ‘আনন্দিত’ হবে।

ভারতের অন্যতম মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসী মাসুদ আজহার ২০০১ সালে ভারতীয় সংসদ হামলা, ২৬/১১ মুম্বাই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলাসহ অন্য আরো অনেক ঘটনায় জড়িত। ১৯৯৯ সালে কান্দাহার ছিনতাইয়ের পর আজহারকে আইসি-৮১৪ এর যাত্রীদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল।

বহুদিন ধরেই ভারত পাকিস্তানকে আজহার এবং লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাইদকে হস্তান্তরের দাবি করে আসছে। তাদের সক্রিয় থাকার প্রমাণ থাকা সত্ত্বেও ইসলামাবাদ এবিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ভারতের।

আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো বলেন, যত্রতত্র দেখা যায় এমন ব্যক্তি হাফিজ সাইদ নন। আর আজহার আফগানিস্তানে থাকতে পারেন।

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সাঈদ মুক্ত, খুল্লামখুল্লা ঘুরে বেড়াচ্ছেন- এমন এক প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, এটা সঠিক নয়, মিথ্যা। তিনি পাকিস্তানি রাষ্ট্রের হেফাজতে আছেন। আর মাসুদ আজহারকে আমরা গ্রেপ্তার বা শনাক্ত করতে পারিনি। আফগান বিপ্লবের প্রেক্ষাপটে ও তার অতীত বিবেচনা করে আমাদের বিশ্বাস যে তিনি আফগানিস্তানে আছেন। যদি ভারত সরকার আমাদের তথ্য দেয় যে তিনি (মাসুদ আজহার) পাকিস্তানের মাটিতে আছেন, আমরা তাকে গ্রেপ্তার করতে পেরে খুশি হব। কিন্তু বাস্তবতা হলো, ভারত সরকার তা করে না…।

পাকিস্তান কেন ভারত আজহার সম্পর্কে তথ্য দেবে বলে আশা করবে বা অপেক্ষা করবে, এ প্রশ্নের জবাবে পিপিপি প্রধান বলেন, যখন আপনার কোনো দেশের সাথে সিটি (সন্ত্রাসবাদবিরোধী) সহযোগিতা থাকে, তখন আমরা আমাদের তথ্য দিয়ে তাদের এবং তারা তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবে। এভাবেই আমরা লন্ডনে হামলা প্রতিহত করতে পেরেছি, নিউ ইয়র্কে হামলা প্রতিহত করতে পেরেছি, পাকিস্তানে হামলা প্রতিহত করতে পেরেছি।
সূত্র: এনডিটিভি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x