২৭ জুলাই ২০২৫ রবিবার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৭:০৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন, ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৭:০৬ পিএম

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের যাতায়াতে মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন দিয়ে ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালা অনুযায়ী অনুমোদিত কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে কোনোভাবেই ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষের ছবি নিতে পারবেন না তারা।

আজ বুধবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই নীতিমালা জারি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি হলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রযোজ্য হবে।

সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য এ সাংবাদিক নীতিমালা অনুযায়ী দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপি টিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে। নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার।

নীতিমালায় যা রয়েছে

নীতিমালা অনুযায়ী বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিজাইজিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। তবে গোপনকক্ষের ছবি তোলা যাবে না। একসাথে দুটির বেশি মিডিয়া ভোটকক্ষে যাবে না; ১০ মিনিটের বেশি থাকতে পারবে না।

নীতিমালায় আরও বলা হয়, ভোটকক্ষে কারও সাক্ষাৎকার নেওয়া যাবে না। ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না। আর ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। এছাড়া সাংবাদিকরা ভোট গণনার সময় থাকতে পারবেন। তবে ছবি তোলা গেলেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x