৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১:০৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১:০৯ এএম

রাজধানীর মোহাম্মদপুর থানায় ‎দায়িত্বে অবহেলার অভিযোগে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ (এসি) তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম থানা পরিদর্শনে এসে এ আদেশ দেন।

‎সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন– মোহাম্মদপুর জোনের এসি মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় ক্ষমতাসীন দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।

‎এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত। এ সময় থানার দায়িত্বরত পুলিশ কর্তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল রোধে দায়িত্বে থাকা কর্মকর্তারা অন্য কাজে ব্যস্ত থাকায় ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, পরিদর্শক (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x