৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

যে হামলার জেরে দুই বছর আগে শুরু হয়েছিল গাজা যুদ্ধ

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম

আজ সাতই অক্টোবর। ২০২৩ সালের এই দিনে ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ১২০০ জন নিহত হয়েছিলেন। এছাড়া হামাসের সদস্যরা প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার জেরে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর পেরিয়ে গেছে দু’টি বছর। দীর্ঘ এই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। প্রাণ গেছে সেখানকার ৬৭ হাজারেরও বেশি মানুষের।

ইসরায়েল এখনও হামলা অব্যাহত রয়েছে। যদিও যুদ্ধ বন্ধে কাতার ও মিশরের মধ্যস্থতায় গতকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আশা করা হচ্ছে যে, এই আলোচনার মধ্য দিয়ে গাজা যুদ্ধের অবসান হবে। এদিকে হামাসের সাতই অক্টোবরের হামলার বর্ষপূর্তির দিনে ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ করছে ইসরায়েলিরা।

যে স্থানে হামলার ঘটনা ঘটেছিল, সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হচ্ছে। অন্যদিকে গাজা যুদ্ধের অবসান ও গাজায় ত্রাণ ঢুকতে দেয়ার দাবিতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ হতে দেখা যাচ্ছে। যুক্তরাজ্যে এ ধরনের বিক্ষোভে অংশ না নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন বিক্ষোভে অংশ নেওয়া ‘অ-ব্রিটিশসুলভ’ আচরণ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x