দেয়ালে পিঠ ঠেকলে নাকি সাহসী পথই বেছে নিতে হয়। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল হাঁটল রক্ষণাত্মক পথে। হারলে বাড়ি, জিতলে বাঁচবে এশিয়া কাপের সুপার ফোরের আশা, এমন ম্যাচে একজন নিয়মিত বোলার কম নিয়ে নামেন লিটন দাসরা। যার মাশুল গুনে হারতে বসেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত আফগানদের ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকল বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ দলের হয়ে ওপেনার সাইফ হাসান ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলে। নতুন বলে শট খেলতে ব্যর্থ হওয়া এই ব্যাটার দুটি চার ও একটি ছক্কা মারেন। ৬৩ রানের ওপেনিং জুটি দেন। পরেই সাজঘরে ফেরা অধিনায়ক লিটন দাস ১১ বলে ৯ রান করেন।
সাবলীল ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেওয়ার কাজ করা তানজিদ তামিম তৃতীয় ব্যাটার হিসেবে দলের ১০৪ রানে ফিরে যান। তার ব্যাট থেকে ৩১ বলে ৫২ রান আসে। তিনি চারটি চার ও তিনটি ছক্কা তোলেন।
চারে ব্যাট করা তাওহীদ হৃদয় এদিনও প্রত্যাশা মেটাতে পারেননি। তিনি ২০ বলের মুখোমুখি হয়ে ২৬ রান করেন। একটি করে চার ও ছক্কা মারেন। স্লগে শামীম ১১ বলে ১১ রান করেন। জাকের ১৩ বলে ১২ ও সোহান ৬ বলে ১২ রানের হার না মানা ইনিংস খেলেন।
আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দুই লেগি রশিদ খান ও নুর আহমেদ। এর মধ্যে অভিজ্ঞ রশিদ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি এবং নুর ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। মিডিয়াম পেসার আজমতউল্লাহ ৩ ওভারে ১৯ রান খরচা করে ১ উইকেট নেন।